শ্রীমঙ্গলে অবৈধ ভাবে পাখি পোষায় জরিমানা
শ্রীমঙ্গর প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মুসলিমবাগে অবৈধভাবে পশু-পাখি পালনের অভিযোগে ভ্রাম্যমান আদালত রনি মিয়া নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।একই সাথে তার সংগৃহিত পাখি পালনের জন্য ৩ মাসের মধ্যে লাইসেন্স করতে না পারলে পুনরায় অভিযান করে তা বনে অবমুক্ত করে দেয়া হবে বলে জানান মোবাইল কোটের কর্মকর্তারা। এ ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা ও র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক হায়াতুন নবী। উল্লেখ্য রনি মিয়া দীর্ঘ দিন ধরে তার বাসার ভিতরে সরকারের কোন প্রকার অনুমতি ছাড়া বিভিন্ন জানাতে পরিযায়ী পাখি পালন করে আসছেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা ও র্যাব শ্রীমঙ্গল ক্যাম্প অধিনায়ক হায়াতুন নবী জানান, অবৈধভাবে পশু পাখি পালনের গোপন খবর পেয়ে ১১ এপ্রিল সোমবার দুপুরে শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার খোকন মিয়ার বাসায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার ছোট ভাই এর পালক রনি মিয়াকে অর্থ দন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত বেশ কিছু পাখি জব্দ করলেও পাখির অনেক গুলো ছানা থাকায় তার হেফাজতেই এ গুলো তারা রেখে আসেন। তবে তারা সময় নিধারণ করে দিয়ে আসেন এর মধ্যে বৈধ কাগজপত্র না করতে পারলে তারা পুনরায় অভিযান পরিচালনা করবেন।
মন্তব্য করুন