শ্রীমঙ্গলে আইডিয়াল ছাত্র সংসদের বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের জালালিয়া রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের আইডিয়াল ছাত্র সংসদের উদ্যোগে বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনা সভা ৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভার অলোচ্য বিষয় ছিল ‘বিশ্ব ভালোবাসা দিবস: কী বলে ইসলাম’’। নির্ধারিত বিষয়ে প্রধান অতিথির আলোচনা করেন-আইডিয়াল ছাত্র সংসদের প্রধান পৃষ্টপোষক, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
আইডিয়াল ছাত্র সংসদের কার্যকরি কমিটির সভাপতি, স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্র সংসদের জিএস মুন্না আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির আলোচনা করেন ছাত্র সংসদের পৃষ্টপোষক, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া। সভায় উপস্থিত ছিলেন আইডিয়াল ছাত্র সংসদের সহ-সভাপতি, স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত এবং রেশমী আক্তার। সভায় চতুর্থ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা তেলাওয়াতে কুরআন, ইসলামী ও দেশাত্ববোধক সংগিত, ছড়া-কবিতা এবং নির্ধারিত বিষয়ে বক্তব্যে অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, ছাত্র-ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশ, ভবিষ্যতের যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করার লক্ষে আইডিয়াল ছাত্র সংসদ গঠন করা হয়েছে।
মন্তব্য করুন