শ্রীমঙ্গলে আরো ১৪৮ গৃহহীন পরিবার পেলেন আপন ঠিকানা

March 23, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আরো ১৪৮ গৃহহীন পরিবারকে জমির দলিল ও নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের জন্য নির্মিত জমিসহ নতুন ঘর হস্তন্তর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ১৪৮টি ঘর শ্রীমঙ্গল উপজেলার ১৪৮টি গৃহহীন পরিবারের সদস্যদের হস্তান্তর করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় ভার্চ্যয়ালি বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাক্ষ্য ড. মো: আব্দুস শহীদ। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com