শ্রীমঙ্গলে একুশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে পরীক্ষিত ও নিরাপদ রক্ত পরিসঞ্চালন করুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন এই শ্লোগানকে সামনে রেখে ৫২’র ভাষা আন্দোলনে দেশের অগনিত শহীদ ভাষা সৈনিকদের স্মৃতিচারণে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে প্রতিবছরের ন্যায় এবারও শ্রীমঙ্গলে ‘একুশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি আজ বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সাহিত্য-সংস্কৃতি ও সমাজসেবা সংগঠন কণ্ঠকথা’র উদ্যোগে ও সিলেটের মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদাতারা রক্তদান করেন। রক্তদাতাদের রক্তদানের পর রক্তদাতা কার্ড, সনদপত্র ও উপহার প্রদান করা হয়।
উক্ত কর্মসূচির উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সদ্য বিদায়ী কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটু, সিলেট বিভাগের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, নাট্যকর্মী হাবিবুর রহমান শহিদ প্রমুখ।
মন্তব্য করুন