শ্রীমঙ্গলে ও কুলাউড়ায় মাদকসহ আটক ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ও কুলাউড়া পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
রোববার ২৮ এপ্রিল রাতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার তপস্বীপাড়া গ্রাম থেকে সোহেল মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে ১১৫ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। অন্য একটি অভিযানে কুলাউড়া থানা পুলিশ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর গ্রাম থেকে মাদক কারবারি সোহেল মিয়া (৩৫) ও তাজ উদ্দিন (৪৫) নামের ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২১৭ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল ও কুলাউড়া থানায় পৃথক মামলা দায়েরর পর সোমবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন