শ্রীমঙ্গলে কম্বল ও সোয়েটার বিতরণ করেছে গুলশান বনানী পূজা ফাউন্ডেশন

February 2, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীমঙ্গলে গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের উদ্যোগে ৫৫০পিস কম্বল ও ৫৫০ পিস সোয়েটার বিতরণ করা হয়েছে।

রবিবার ২ ফেব্রুয়ারি সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মির্জাপুর ও ভূনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গুলশান পূজা ফাউন্ডেশনের সহ সভাপতি সুধাংশু কুমার দাস, সদস্য অপূর্ব কুমার সাহা, মনোজ সেনগুপ্ত, মনিমালা সাহা, রাধেশাম ঘোষ রাজু, বনমালী মন্ডল, অভিজিৎ দাস, সজীব কুমার ভক্ত, শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ দেব, চিত্রশিল্পী বিপ্লব দেব, সাংবাদিক বর্ন চক্রবর্তী, আল ইব্রাহীম ও শ্যামলী সায়েস্তাগঞ্জের ম্যানেজর মো: শহীদ আহমদ।

গুলশান পূজা ফাউন্ডেশনের সহ সভাপতি সুধাংশু কুমার দাস জানান, গুলশান পূজা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় তারা এ বছরও পাঁচশত পঞ্চাশজন মানুষকে একটি করে কম্বল ও একটি করে সোয়েটার উপহার দিয়েছেন। তিনি জানান, শ্রীমঙ্গলের পাশাপাশি তারা চলমান সাপ্তাহেই মৌলভীবাজারের আরো কয়েকটি স্থানে এ শীতবস্ত্র বিতরণ করবেন।

এর আগে সূদূর ঢাকা থেকে শ্রীমঙ্গলের প্রত্যন্ত এলাকায় এসে মানুষের পাশে দাঁড়ানোতে গুলশান পূজা ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানায় শ্যামলী পরিবহন শ্রীমঙ্গল পরিবার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com