শ্রীমঙ্গলে খাদ্য নিরাপত্তায় সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

April 19, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দূর্ঘটনা প্রতিরোধ ও খাদ্য নিরাপত্তায় সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা হাসপাতালের সেমিনার রোমে এ কর্মশালার আয়োজন করে মৌলভীবাজার সিভিল সার্জন অফিস।
কর্মশালায় চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনলজিস্ট, সাংবাদিক ও সূধীজনেরা অংশনেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্সকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যদেন মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ আবু নাহিদ, পরিসংখ্যানবিদ এটিএম আনোয়ার গাজী ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
কর্মশালায় মানব সৃষ্ট বিভিন্ন কারণে যে ভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এর ফলে আমরা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের মূখোমূখী হচ্ছি সে বিষয়ে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। বিশেষ করে সু-স্বাস্থ্যের জন্য আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি নিয়ে অংশগ্রহনকারীরা গুরুত্ব দেন।
এ সময় শ্রীমঙ্গলের ক্ষয়ষ্ণু প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়েও আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com