শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে আহত-৩

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে তিন জন গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার ১ জানুয়ারি দুপুরে উপজেলার দক্ষিন উত্তসুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, মোঃ জিতু মিয়া (৫০) মো: আতাউর রহমান (৪৫) মো: আনোয়ার মিয়া (৪৮)। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জিতু মিয়ার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়সূত্রে জানাযায়, একই গ্রামের বাসিন্দা মুহিবুর গং দের সাথে বাড়ির জমি নিয়ে বিরুধ চলছিল জিতু মিয়ার, মঙ্গলবার দুপুরে জিতু মিয়াকে একা পেয়ে মুহিবুর গংরা মারধোর করলে তার চিৎকারশুনে যারা এগিয়ে আসে তাদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে আসেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।
মন্তব্য করুন