শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পরা যুবকের লাশ উদ্ধার

June 22, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে পাপ্পু বৈদ্য নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার ২১ জুন বিকেলে শহরতলীর ভাড়াউড়া চা বাগানের রেলগেইট এলাকায় এ থেকে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
উদ্ধার করা নিহতের পরিচয় নিশ্চিত করতে মৌলভীবাজার পিবিআইকে খবর দেয় রেলওয়ে পুলিশ। পরে মৌলভীবাজার পিবিআই ক্রাইমসিন তথ্যপ্রযুক্তির মাধ্যমে রাত দেড়টার দিকে মৃতদেহের পরিচয় শনাক্ত করে।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ অঞ্জন কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে রেলে কাটা পড়ে নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্য মামলা রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com