শ্রীমঙ্গলে দলীয় দুস্থ নেতাকর্মীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

November 3, 2020,

তোফায়েল পাপ্পু॥ জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুমিত হিসাব স¤পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপির পক্ষ থেকে ধারাবাহিক খাদ্য কর্মসূচির অংশ হিসেবে দুস্থ দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ৩ নভেম্বর দুপুর ১২টায় উপজেলার কালীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিজয় বুনার্জির সভাপতিত্বে কালিঘাট, রাজঘাট ও সাতগাঁও ইউনিয়নের দলীয় ৩শত দুস্থ নেতাকির্মীদের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরন করেন সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা সাতগাঁও ইউপি চেয়ারম্যান মিলন শীল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম স¤পাদক মামুন আহমেদ, সাংগঠনিক স¤পাদক মো. ছালিক আহমেদসহ আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com