শ্রীমঙ্গলে দিনব্যাপী বিনামুল্যে চক্ষু শিবির ক্যা¤প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী বিনামুল্যে চক্ষু শিবির ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার প্রায় ৫ শতাধিক গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
শনিবার ১ ডিসেম্বর পাইকপাড়া এলাকায় মোহাম্মদিয়া এতিমখানায় মোহাম্মদিয়া কল্যান ট্রাষ্ট এর উদ্যোগে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তিন সদস্যের একটি ¯েপশাল মেডিকেল টিম এই চক্ষু শিবিরের কার্যক্রম পরিচালনা করেন।
এর আগে সকালে চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া কল্যান ট্রাস্টের চেয়ারম্যান জামিল আহমেদ ওসমান, মোহাম্মদীয়া কল্যান ট্রাস্টের পরিচালক সিরাজুল ইসলাম, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি ইসমাইল মাহমুদ প্রমুখ।
মন্তব্য করুন