(ভিডিওসহ) শ্রীমঙ্গলে দূর্ঘটনাকবলিত ট্রেন থেকে তেল নেয়ার হিড়িক

তোফায়েল পাপ্পু॥ কেউ বালতি, কেউ ড্রাম, বোতল নিয়ে দৌড়ে দৌড়ে আসছেন দুর্ঘটনাকবলিত তেলবাহী ওয়াগন ট্রেনের কাছে। তেল সংগ্রহের হিড়িক পড়েছে।
৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশন এলাকায় তেলবাহী ওয়াগন ট্রেন লাইনচ্যুত হয়। এর পর থেকে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথে দীর্ঘ সময় ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদুর্ঘটনায় প্রায় ১৩শ ফুট রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়। শনিবার রাত ৯টা থেকে রিলিফ ট্রেন এসে কাজ শুরু করে।
রেলওয়ের প্রধান প্রকৌশলী (পুর্ব) সুভক্ত গীন জানান, সারারাত প্রায় দেড় শতাধিক রেলওয়ে কর্মীরা লাইন মেরামতের কাজ করেছে। এখন কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা হচ্ছে ঘন্টা দু’একের মধ্যে ট্রেন চালু হবে।
লাইনচ্যুত তেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যাওয়ায় সাধারণ মানুষকে এই তেল সংগ্রহ করতে দেখা গেছে। অনেককে দেখা গেছে ওয়াগনের মধ্য থেকেও তেল নিতে। এ যেন তেলের মেলা শুরু হয়েছে।
কর্তব্যরত জিআরপি পুলিশের এক কর্মকর্তা জানান, তেলবাহী ওয়াগনটি চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন থেকে সিলেট যাচ্ছিল। দুর্ঘটনায় ৫টি কেরোসিনবোঝাই ওয়াগনসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তেল লুটপাট রোধে অতিরিক্ত জিআরপি কর্মী তলব করা হয়েছে।
মন্তব্য করুন