শ্রীমঙ্গলে দেশীয় তৈরি মদসহ আটক ২
January 25, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দেশীয় তৈরি চোলাই মদসহ দুই জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। মঙ্গলবার ২৪ জানুয়ারি ভুরভুরিয়া চা বাগান থেকে তাদের আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ভুরভুরিয়া চা বাগানের ৬নং লাইনে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই জনকে আটক করে। আটককৃতরা হলেন ভুরভুরিয়া চা বাগানের মোহন পাশীর ছেলে কৃষ্ণ পাশী (২০) ও আশিদ্রোান ইউনিয়নের রামনগর পালপাড়া গ্রামের মৃত যোগেন্দ্র চন্দ্র পালের ছেলে জতিশ পাল (৩৮)।
পুলিশ জানায়, কৃষ্ণ পাশী ও জতিশ পালের বসতবাড়ির উঠানের দক্ষিণ পার্শ্বে ও টিনের ছাপড়া ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন