শ্রীমঙ্গলে নতুন মসজিদ নির্মাণের লক্ষে মতবিনিময় সভা

August 13, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় (মধ্যপাড়া, সুনগইড়) নতুন মসজিদ নির্মাণের লক্ষে ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় মুসলিমবাগ এলাবাসীদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাইতুল ফালাহ জামে মসজিদ কমিটির সহ-সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল এহসান বিন মুজাহির ও কমিটির সাধারণ সম্পাদক এম এ মতিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুস সালাম ছালেক।
বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জিনু মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লােেব সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আখতার হোসেন, আল মদীনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাফায়েত উল্লাহ, মসজিদের জমিদাতা ও কমিটির সভাপতি মোঃ সামছুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, সহ-সেক্রেটারি হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, আশিকুর রহমান চৌধুরী, সেলিম আহমদ, আব্দুল লতিফ মধু মিয়া, মুফতি বিলাল আহমদ, হুমায়ুন কবির প্রমুখ।
মতবিনিময় সভায় ২ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি এবং ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেন হাজী আব্দুস সালাম ছালেক।
সকাল ১০টায় কার্যক্রম শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় দোয়ার মাধ্যমে শেষ হয়। সভায় এলাকার বিভিন্ন পেশার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com