শ্রীমঙ্গলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

February 21, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে শ্রীমঙ্গলে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্থরের হাজারো মানুষ। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের ভাষার দিনটি।
২১ ফেব্রুয়ারী রোববার রাত ১২টা ১ মিনিটে একে একে স্থানীয় পৌর শহীদ মিনারে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালেক এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সেক্রেটারি শহীদ হোসেন ইকবাল এর নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ^জ্যেতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসে সোহেল এর নেতৃত্বে প্রেসক্লাবের কার্যকরি সদস্য ও সহযোগী সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুুপ্রক শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ আব্দুর রউফ তালুকদার ও সহসভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা এর নেতৃত্বে দুপ্রকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মাইকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com