শ্রীমঙ্গলে পতাকা আইনে ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকে জরিমানা

August 16, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শোক দিবসে সঠিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগে ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক নামে এক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সোমবার ১৫ আগস্ট দুপুরে জাতীয় শোক দিবসে শ্রীমঙ্গল পুরানবাজারস্থ ব্যাংকটি সম্মুখভাগে জাতীয় পতাকা অযতেœ এবং অর্ধনমিত ভাবে প্রদর্শণ না করায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার মোহা. শহীদুল হককে এ বিষয়ে অভিযোগ জানালে তিঁনি তাৎক্ষনিক ভাবে সহাকরী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ কুমার পাল এবং থানা পুলিশের এর সমন্বয়ে মোবাইল কোর্ট প্রেরণ করেন। মোবাইল কোর্ট ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ লঙ্ঘনে দায়ে ৪এর ক ধারায়  প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে সংশ্লিষ্টকে ১ বছরের জেল দন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com