শ্রীমঙ্গলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালিত

October 20, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শ্রীমঙ্গলে পালিত হয়েছে হযরত মোহাম্মদ (স:) জন্মদিন পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী।
বুধবার সকাল ৮টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল কলেজ রোডস্থ গাউছুল আজম কমপ্লেক্স থেকে শ্রীমঙ্গল উপজেলা মিলাদুন্নবী (স:) উদযাপন কমিটির উদ্যোগে সিরাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বের হয় বিশাল মোবারক র‌্যালী। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পরে গাউছুল আজম কমপ্লেক্স এ ফিরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজন হয় মিলাদ মাহফিল, ইসলামী সংগীত প্রতিযোগীতা ও সিন্নি বিতরণ।
একই সাথে পশ্চিম শ্রীমঙ্গল, লালবাগ ও উত্তর উত্তরশূর গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে শহরতলীর শাহজীর বাজার থেকে বিশাল একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে পরে তারা মিলাদমাহফিল ও শিরনি বিতরণের মধ্যদিয়ে কর্মসূচীর সমাপ্ত হয়। বেলা ১১ টায় শ্রীমঙ্গল কালাপুরস্থ সিরাজনগর দরবার শরিফের উদ্যোগে বেরহয় আরো একটি বিশাল শোভাযাত্রা। একই সময়ে আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল শাখার উদ্যোগে বের হয় মটরসাইকেলসহ বিশাল শোভাযাত্রা।
এ ছাড়াও পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স:) কে সফল করতে আরো বিভিন্ন সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, দোয়া মাহফিল, সিন্নি বিতরণ ও ইসলামিক সংগীত প্রতিযোগীতাসহ নানাবিদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com