শ্রীমঙ্গলে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

তোফায়েল পাপ্পু॥ পরিবেশ রক্ষায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
“গাছ লাগান পরিবেশ বাচান” এই শ্লোগানকে সামনে রেখে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার ২৫ জুন সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী,
অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের উপদেষ্টা বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য্য, যুবলীগ নেতা বদরুল আলম শিপলু, অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার জাহান জুয়েল, সাধারণ সম্পাদক ছায়ফুর রহমান, সহ সম্পাদক মাহবুব রহমান, প্রচার সম্পাদক তোফায়েল পাপ্পু, কোষাধ্যক্ষ জয় আকাশ, সদস্য আজিজুর রহমান নাইমসহ অন্যান্য সদস্যরা।
মন্তব্য করুন