শ্রীমঙ্গলে পার্ক ভিউ কমিউনিটি সেন্টরে দুর্বৃত্তদের আগুন

October 24, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের পুরানগাঁও সাকিনস্থ একটি পার্ক ভিউ কমিউনিটি সেন্টার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ২ঃ০০ ঘটিকায় উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের পুরানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কমিউনিটি সেন্টারটি এখনো নির্মানাধীন অবস্থায় রয়েছে। শুক্রবার দুপুর ২ঃ০০ ঘটিকায় কমিউনিটি সেন্টারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফলে উক্ত প্রতিষ্ঠানের মালিকের প্রায় ৬১,০০০/ টাকার ক্ষতি হয়েছে।
উক্ত প্রতিষ্ঠানের ম্যানাজার রুবেল মিয়া জানান, আমি নামাজ থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ দেখতে পাই কমিউনিটি সেন্টারের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি এবং আমার সাথে থাকা লোকদের ও স্থানীয় লোকদের নিয়ে ভিতরে ঢুকার চেষ্টা করি এবং ফায়ারসার্ভিসে কল দিয়ে যোগাযোগ করিলে ফায়ারসার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়। পরবর্তীতে সেখানে ঢুকে দেখি ভেতরে থাকা পানির মোটর নিয়ে যায় দুর্বৃত্তরা যাহার মূল্য ১১,০০০ টাকা। এছাড়াও বিদ্যুতিক তার, প্রয়োজনীয় কাগজপত্র সহ আনুষাঙ্গিক অন্যান্য মালামাল আগুনে পুড়িয়ে আনুমানিক ৫০,০০০/- টাকা ও পানির মোটর সহ মোট ৬১,০০০/-টাকার ক্ষতি সাধন করে।
ম্যানাজার রুবেল মিয়া আরো জানান, এ বিষয়ে গতকাল ২৩ অক্টোম্বর শনিবার শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হলেও শ্রীমঙ্গল থাকা কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com