শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে গাঁজাসহ ৮ জন গ্রেফতার

January 26, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার ২৫ জানুয়ারি রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ভুরভুরিয়া চা বাগানে অভিযান পরিচালনা করে। ভুরভুরিয়া চা বাগানের বাদল রিকিয়াসনের বসত বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ১০নং ভানুগাছ রোডের মোঃ মফিজ উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৩১), ভুরভুরিয়া চা বাগানের মৃত বংগি রিকিয়াশনের ছেলে মানিক রিকিয়াসন (২২), ১০নং ভানুগাছ রোডের মৃত কালাই ছেলে সাজু মিয়া (৫৫), ভুরভুরিয়া চা বাগানের নূর ইসলামের ছেলে মহসিন মিয়া (৩৫) ও জালালিয়া রোডের হাসমত আলীর ছেলে খোকন মিয়া (২০)। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপর অভিযানে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ সুইনগর ইসলামবাগ রেল লাইনের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে  সনু মিয়া (৩৮), আক্তার হোসেন দোলন (৩০) ও মোঃ শামীম (৩২) নামে ৩ জনকে আটক করে। তাদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। গতকাল (বুধবার) দু’টি অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৮ জনকে আমরা আটক করি। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com