শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে এক অজ্ঞাতনামা মহিলাসহ দুই জনের মরদেহ উদ্ধার

October 15, 2024,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা মহিলা ও এক টমটম চালকের গলাকাটা লাশ উদ্ধারর করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান,  মঙ্গলবার ১৫ অক্টোবর দুপুরে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের নামের এক টমটম চালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ধারনা করা হচ্ছে পূর্বের কোন বিরোধ নিয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহত আবুল খায়ের শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে।

এদিকে একই দিন দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাতনামা যুবতীর মৃতদের উদ্বার করেছে পুলিশ। তার পরিচয় এখনও যানা যায়নি।

লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com