শ্রীমঙ্গলে প্রতিবন্ধীকে ৪ লাখ টাকার ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী

August 14, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক অন্ধ প্রতিবন্ধী শিল্পী পাচ্ছেন ৪ লক্ষ টাকা ব্যয়ে সকল প্রকার সুযোগ সুবিধা সম্পন্ন পাকা ঘর।
১৪ আগস্ট শনিবার বিকেল সাড়ে ৫ টায় এই ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে উপজেলার কালীঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগানের বাসিন্দা দৃষ্টিহীন অসহায় প্রতিবন্ধী শিল্পী বিশ্বেশ্বর বন বংশী (৪৬) কে এই ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়েন চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে ঘরটি।
এতে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ চৌধুরী, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, জাগছড়া চা বাগানের ব্যবস্থাপক নুরনবী চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সাবের হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রমুখ।
এসময় আব্দুস শহীদ এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমি ও গৃহহীন মানুষদের জন্য ভূমি ও ঘরের ব্যবস্থা করে দিচ্ছেন। দেশের কোন মানুষ থাকা-খাওয়ায় কষ্ট করবে সেটা বঙ্গবন্ধু চাননি। তাই তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলি সম্পূর্ণ করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com