শ্রীমঙ্গলে বাস কাউন্টারে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন যাত্রী

তোফায়েল পাপ্প॥ শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস কাউন্টারে বসা অবস্থায় রঘুনাথ দেবনাথ নামের এক ব্যাক্ত হঠাৎ করে মাটিতে পড়ে মৃত্যু ঘটে। রঘুনাথ বাসের যাত্রি ছিলেন। তার বাড়ি ব্রাহ্মনবাড়িয়ার উচলাপাড়ায়।
স্থানীয়রা জানান, লোকটি রুপার ব্যবসা করতেন। বৃহস্পতিবার ৪ জুন তিনি বিকাল ৩ টা হতে বাড়ি যাওয়ার উদ্দেশ্য বাসের জন্য কাউন্টারে অপেক্ষা করছিলেন। অনেক্ষন অপেক্ষা করতে করতে হঠাৎ মাথা ঘুড়িয়ে মেঝেতে পড়ে গিয়ে মারা যান তিনি।
খবর পেয়ে স্থানীয় উজজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ লাশটি উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া গেছে। তার বাড়িতে খবর পৌছানো হয়েছে। তার পরিবারের লোকজনের কাছে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন