শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে আহত তাল খাটাশ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে জড়িয়ে আহত একটি গন্ধগোকুল (তাল খাটাশ) উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ ব্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার ২২ জানুয়ারি শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠে আহত অবস্থায় তাল খাটাশটি পড়ে থাকতে দেখে শিপন নামের এক ব্যক্তি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক ওই স্থানে গিয়ে আহত তাল খাটাশটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, গন্ধগোকুল অংরধহ ঢ়ধষস পরাবঃ; ; বৈজ্ঞানিক নাম: চধৎধফড়ীঁৎঁং যবৎসধঢ়যৎড়ফরঃঁং) এশীয় তাল খাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে পরিচিত। তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত। এছাড়া লংগর বা পোলাওপ্রাণী নামেও অনেক অঞ্চলে পরিচিত এই প্রাণীটি।
উদ্ধারের পর তাল খাটাশটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে শ্রীমঙ্গলস্থ বন বিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন