শ্রীমঙ্গলে  বিপুল পরিমান নকল পিপিই হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক জব্দ করেছে

June 29, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দোকান থেকে প্রায়  তিন লক্ষাধিক টাকার  নকল পিপিই হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক জব্দ করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কর্মকর্তারা।

এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই প্রতিষ্টানকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর আহমেদ নোমান জাকি। এ সময় অতিরিক্ত মুল্যে স্যানিটাইজার বিক্রির দায়ে আরেক প্রতিষ্ঠানকে আরো ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহমুদুর রহমান মামুন।

তিনি জানান, সোমবার ২৯ জুন দুপুরে শহরের পোস্ট অফিস রোডের সাইফুর রহমান মার্কেটের জসিম প্যান্ট হাউস এর সামনে বসা এক বিক্রেতা হাসু তালুকদারকে ২০ হাজার টাকা ও জয়ন্তী এন্টার প্রাইজকে অতিরিক্ত মূল্য হ্যান্ড স্যানেটাইজার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিক্রির জন্য রাখা বিপুল পরিমান নকল সরঞ্জাম জব্দ করা হয়। পরে প্রকাশ্যে তা ধ্বংস করা হয়।

অভিযানে অংশনেয়া র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক এ এস পি সৌমেন মজুমদার জানান, অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল স্যানিটাইজার, নকল পিপিই, নকল মাস্ক আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। তিনি জানান, এর আনুমানিক মুল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা হতে পারে। এ অভিযান অভ্যাহত রাখা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com