শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন

December 11, 2024,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে বিশ্বমানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জালাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক জাহেদ আহমেদ, সদস্য সচিব গোলাম সরোয়ার রিমন, কলেজ ছাত্রদলের সভাপতি মিজান মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক সুমন মিয়া, পায়েল আহমেদ,  আশিদ্রোন ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল মাহাদী, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আলামিন হোসেন মুন্না, জায়েদ খান, আল হামিম, আলামিন শুভ প্রমুখ। এসময় বক্তারা গুমের শিকার দলের সকল নেতাকর্মীসহ আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড এবং নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com