শ্রীমঙ্গলে বেশী দামে আলু বিক্রি: দুই ব্যবসায়ীকে ৩০হাজার টাকা জরিমানা
October 15, 2020,

তোফায়েল পাপ্পু॥ সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশী দামে আলু বিক্রি করায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেলে শহরের পোষ্ট অফিস সড়কে ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে বেশী দামে আলু বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে শহরের কাচাঁ বাজারে অতিরিক্ত মুল্যে কাচামরিচ বিক্রি করায় এক ব্যবাসায়ীকে ২ শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। এসময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।
মন্তব্য করুন