শ্রীমঙ্গলে মাদকের সাথে জড়িতদের ধরিয়ে দিন- ওসি আব্দুছ সালেক

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে উপজেলার কালাপুর এলাকার কাকিয়া বাজার রয়েল কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠি হয়।
কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক। বিশেষ অতিথি ছিলেন সিরাজ নগর মাদ্রাসার প্রিন্সিপাল শেখ শিব্বীর আহমেদ, শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক মো. আলমগীর হোসেন কলাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নাজির মিয়া,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় পাঁচ শতাধিক মানুষ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশে এবং (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান এর দিক নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ। তিনি আরো বলেন মাদকের সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। মাদকসহ সমাজে নানা অপরাধের সাথে যারা জড়িত আছেন তাদেরকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করে।
মন্তব্য করুন