(ভিডিওসহ) শ্রীমঙ্গলে মাস্কছড়া কেনা বেঁচা করলেই জেল- জরিমানা ॥ সর্তকতা মূলক ক্যাম্পেইন

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে পাঁচ সহস্রাধিক দোকানে সাঁটানো হচ্ছে নো মাস্ক নো সার্ভিস স্টিকার। একই সাথে হ্যান্ড মাইকে সবাইকে জানিয়ে দেয়া হচ্ছে ১১ নভেম্বর থেকে প্রতিদিন করা হবে মোবালই কোট। করা হয়েছে সচেতনতামূলক র্যালী।
১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার স্কাউট নেতৃবৃন্দ, স্কাউট সদস্য ও সূধীজনদের নিয়ে শ্রীমঙ্গল চৌমোহনা চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। পরে তিনি সবাইকে নিয়ে দোকানে দোকানে স্টিকার সাঁটান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএমএর সভাপতি ডা: হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরী, স্কাউট নেতা জহর তরফদার, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ আচার্য্য প্রমূখ।
এ সময় বক্তারা বলেন শ্রীমঙ্গল একটি ঝুঁকিপূর্ণ এলাকা করোনার হাত থেকে আমাদের বাঁচতে হলে এখন মাস্কই হবে প্রধান হাতিয়ার। তারা বলেন শ্রীমঙ্গল পর্যটন নগরী আর এই মৌসুমে শ্রীমঙ্গলে প্রচুর পর্যটকের সমাগম হচ্ছে তাই এ থেকে বাঁচতে হলে আমাদের একমাত্র পথ মাস্ক পরিধান করা।
একই সাথে অর্ধশতাধিক স্কাউট ও সেচ্ছাসেবীটীম বিভিন্ন সড়কে ভাগ হয়ে স্টিকার সাঁটানো শুরু করেন।
মন্তব্য করুন