শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে ওসি আব্দুছ ছালেক’কে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য সন্তান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ সেপ্টেম্বর দুপুরে শহরের পুরান বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন
উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং সাবেক কমান্ডার এম এ মতলিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা গ্রহন করেন ওসি মো. আব্দুছ ছালেক।
শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মতলিব, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী সাবেক কমান্ডার আব্দুল কাদির সানু, বীর প্রতিক ফুরকান উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রোমান চৌধুরী শিপুল, বীর মুক্তিযোদ্ধা ডা. রথি কান্ত রায়, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল জলিল।
মন্তব্য করুন