শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
![](https://i0.wp.com/www.patakuri.com/wp-content/uploads/2016/12/Sreemangal-Pic-1-161220.gif?fit=800%2C454)
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন সস্তর্রের মানুষ। শুক্রবার ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদমের চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শহীদুল হক, পৌর প্রানেল মেয়র কাজী আব্দুল করীমসহ পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, প্রেসক্লাব, টিআইবি, দুপ্রকসহ বিভিন্ন সরকারী-বেসরকারী, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গলে ক্লাব সদস্যদেও পরিবার পরিজনদেও নিয়ে ভিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। এসময় ক্লাবের সাধারণ নম্পাদক এম ইদ্রিস আলী, সিনিয়র সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আলীসহ ক্লাবের সকল সদস্য ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন