শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবাশ্রমে পূজার উপহার পাঠালেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রমে শারদীয় দুর্গাপূজার উপহার হিসেবে ফল ও মিষ্টি পাঠিয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার)।
বৃহস্পতিবার ২২ অক্টোবর সন্ধ্যা ৭ টায় পুলিশ সুপারের পক্ষে এসব ফল ও মিষ্টি রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃপক্ষের হাতে তুলে দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা, পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়, সহ-সভাপতি অজয় কুমার দেব, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ডি এল রায়, সাধারণ সম্পাদক দীপক ধর পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-কোষাধ্যক্ষ বিভূতি ভূষন রায়, রামকৃষ্ণ সেবাশ্রম পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম দাস পিযুষ, সাধারণ সম্পাদক বিমলেন্দু সেন টিটু, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি মনোজ ধর, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর দেব সঞ্জু, সাবেক সহ-সভাপতি পার্থ সারথী দাস ঝুমুর প্রমুখ।
এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা জেলা পুলিশ সুপারের এই উদ্যোগকে একটি রুচিশীল উদ্যোগ বলে আখ্যায়িত করেন। তারা আরো বলেন জেলা পুলিশের পক্ষ থেকে এই সুন্দর উপহার পাঠিয়ে পুলিশ বাহিনীর মর্যাদাকে অনেক উপরে নিয়ে গেছেন। তারা শ্রীমঙ্গল উপজেলার প্রত্যেকটি পূজা কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
একই দিনে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এর পক্ষ থেকে রামকৃষ্ণ সেবাশ্রমে ৫ হাজার মাস্ক প্রদান করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামকৃষ্ণ সেবাশ্রম নেতৃবৃন্দের হাতে এসব মাস্ক তুলে দেন। পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায় উপজেলার সবকটি পূজামণ্ডপে এখান থেকে মাস্ক পৌঁছে দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, দুর্গাপূজায় মাস্ক বিতরনের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। উপজেলার প্রত্যেকটি পূজামণ্ডপে এই উদ্যোগ গ্রহণ করতে পারে, এতে করোনা সংক্রমনের ঝুঁকি থেকে অনেকটাই রক্ষা
মন্তব্য করুন