শ্রীমঙ্গলে রেলওয়ে এলাকায় অপরাধ দমনে উঠান বৈঠক

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও টিকেট কালোবাজারি রোধে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের আয়োজনে উঠান বৈঠিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আলমগির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (পিডব্লিউডি) মো. মনির হোসেন, স্টেশন মাষ্টার মো. সাখাওয়াত হোসেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল হক, দৈনিক সমকালের প্রতিনিধি শামীম আক্তার হোসেন, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আব্দুস শুকুর প্রমুখ।এ সময় রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন সমাজে মাদক, সন্ত্রাস, পকেটমার, টিকিট কালোবাজারি সহ চলমান অপরাধ একার পক্ষে দমন করা সম্ভব না। তিনি বলেন পুলিশই জনতা জনতাই পুলিশ। তাই সমাজ থেকে অপরাধ নির্মূল করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সকলের সহযোগিতায় সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। অনুষ্ঠানের শুরুতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মন্তব্য করুন