শ্রীমঙ্গলে রেললাইনে পাশ থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

November 19, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে রেললাইনের সামনে থেকে একটি যুবতীর (৩০ বছরের) লাশ পাওয়া গেছে। সোমবার ১৯ নভেম্বর সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ছনখলা এলাকার রেললাইনের পাশ থেকে কলাপাতা দিয়ে ঢাকা লাশটি পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, রেল লাইনের পাশে একটি যুবতীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ কওে লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুদ্দিন বলেন, লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় রয়েছে। লাশের শরীরে কিছু আঘাতের চিহ্ন আছে। ময়না তদন্তের পর আমরা মৃত্যুর কারণ জানতে পারবো। যেহেতু রেললাইনের পাশে লাশটি পাওয়া গেছে তাই রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com