শ্রীমঙ্গলে লন্ডন প্রবাসী ক্ষুদে শিল্পী নিঝুমের একক গানের এ্যলবাম “মায়ের মতো আপন কেউ নাই” এর মোড়ক উন্মোচন

August 13, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে লন্ডন প্রবাসী ক্ষুদে শিল্পী নিঝুম দে এর একক গানের এ্যলবাম “মায়ের মতো আপন কেউ নাই” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
১২ আগষ্ট শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাদী মহলের পাটি সেন্টারে সাস্কৃতিক ব্যাক্তিত্বদের নিয়ে এর মোড়ক উন্মোচন করেন সিলেট বিভাগের বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডা: হরিপদ রায়। বিশিষ্ট ব্যবসায়ী  ছায়েদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী আশরাফ উদ্দিন, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, সাংস্কৃতিক সংগঠক শিক্ষিকা অনিতা দেব, ক্ষুদে শিল্পীর মা সংগীত শিল্পী নমিতা দে, শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও সঞ্জিত দেব প্রমুখ।
এ্যলবামের মোড়ক উন্মোচনের পরে ক্ষুদে শিল্পী নিঝুম দে উপস্থিত অতিথিদের উদ্দ্যেশে মায়ের মতন আপন কেউ নেই গানটি পরিবেশন করেন।
এ সময় বক্তারা বলেন, সুদুর লন্ডনে বসবাস করেও বাংলাদেশী গানের এ্যলবান বের করায় প্রবাসেও বাংলার সংস্কৃতি ও লোকজ ধারা প্রচারে ব্যপক ভুমিকা রাখবে।
এ্যলবাম সিলেটর আঞ্চলিকগানসহ ৮টি সংগীত স্থান পেয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com