শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ, ভারত ও নেপালের একাধিক নৃত্য সংগঠনের অংশ গ্রহনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে আন্তর্জাতিক নৃত্য উৎসব-২০২৩।
বৃহস্পতিবার ১২ জানুয়ারি রাত ৮টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে এই নৃত্য উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতে কলকাতার বিট্টু ড্যান্স কোম্পানীর পরিচালক বিট্টু মন্ডল, কলকাতার নৃত্য গুরু কহিনুর সেন বরাক, জয়শ্রী ফাউন্ডেশন এর পরিচাক জয়শ্রী দাশ, শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ, শ্রীমঙ্গল সংস্কৃতিক একাডেমীর পরিচালক সাংবাদিক বিকুল চক্রবর্তী, নাট্যবেদ নৃত্যনিকেতন এর পরিচালক অনিতা দেব, অধ্যাপক অবিনাশ আচার্য, কাতর প্রবাসী সুব্রত চক্রবর্তী, সংগীত শিল্পী শ্যামল আচার্য ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বুলবুর আনাম।
উদ্বোধনী দিনে ভারতের কলকাতা থেকে আগত বিট্টু ড্যান্স কোম্পানীর পরিচালনায় নৃত্য পরিবেশন করেন ভারত নেপাল ও বাংলাদেশের বিভিন্ন নৃত্য সংগঠন ও নৃত্য গুরুরা ।
আজ শুক্রবার ২য় দিন নৃত্য পরিবেশন করবে নেপাল, ভারত, ঢাকা ও সিলেটের কয়েকটি নৃত্য সংগঠন।
মন্তব্য করুন