শ্রীমঙ্গলে শেষ হয়েছে ৫দিন ব্যাপী বৈশাখী উৎসব

April 19, 2024,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে শেষ হয়েছে লোকজ ঐতিয্যের ধারক ৫দিন ব্যাপী বৈশাখী উৎসব। উৎসবের সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করা ৫শতাধিক প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন গ্রুপে বিজয়ী ১১০ জনকে পুরস্কার ও সনদ দেয়া হয়।

১৮ এপ্রিল অনুশীলন চক্রের সভাপতি কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্যের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন অনুশীলন চক্রের সাধারণ সম্পাদক কাউছার ইকবার, সাংবাদিক বিশ^জ্যোতি চৌধুরী বুলেট, সাংগঠনিক সম্পাদক শাহ আরিফ আলী নাসিম, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান শহীদ, ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সাংবাদিক দিপংকর ভট্টাচার্য্য, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অজিত বৈদ্য, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর সাধারণ সম্পাদক সুমন বৈদ্যসহ শ্রীমঙ্গলের সংস্কৃতিজনেরা উপস্থিত ছিলেন।

এর আগে ৫দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন  কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com