শ্রীমঙ্গলে শোক দিবসে বিজিবির বর্নাঢ্য আয়োজন

August 15, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ত্রান বিতরণ, স্বরণসভা, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ান।
রবিবার ১৫ আগস্ট সকাল ১০টায় শ্রীমঙ্গল বধ্যভূমিতে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএমজি। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্ররিচালক মাহফিজুর রহমানসহ অনান্য কর্মকর্তারা। এ ছাড়াও সেক্টরের ভিতরে আয়োজন করা হয়, কোরান খতম, বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধুর ভাষণের অডিও ও ভিডিও সৈনিকদের মধ্যে প্রদর্শন। পরে
বেলা ১২ টায় শ্রীমঙ্গল বর্ডার গার্ড স্কুল প্রাঙ্গনে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে ত্রান বিতরণ কার্যক্রমের উদ্যোধন করেন বিজিবি শ্রীমঙ্গল ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: শাহজাহানসহ অনান্য কর্মকর্তারা। সদর দপ্তরসহ বিভিন্ন বিওপিতি তিনদিন ব্যপী বিভিন্ন কার্যক্রম অভ্যাহত থাকবে বলে জানান, বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: শাহজাহান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com