শ্রীমঙ্গলে সাদ গাজীর মৃত্যু বার্ষিকিতে খাদ্য সামগ্রী বিতরণ

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে আছাদ গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এটি এম ডা ব্লিউ সাদ গাজী প্রথম মৃত্যু বার্ষিকীতে শতাধিক মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী।
১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর বাজারে আছাদ গাজী ফাউন্ডেশনে এ বিতরণ কার্যক্রমে অংশ নেন ফাউন্ডেশনের ম্যানেজার ফারুখ আহমদ চৌধুরী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, ইউপি সদস্য ফারুখ আহমদ ও এলাকার মুরব্বী আজাদ মিয়া।
এ সময় মরহুম সাদ গাজীর জন্য অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া শেষে এলাকার হত দরিদ্র ১৫০জন মানুষের মধ্যে ১০ কেজি চাল, ১লিটার তেল, এক কেজি মুসুরী ডাল, এক কেজি লবন, দুই কেজি পেয়াজ, আলু ২কেজি, এক কেজি চিনি দুই কেজি আটাসহ আট প্রকারের ২০ কেজি পরিমানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সকালে ফাউন্ডেশনের মসজিদে বিতরণকরা হয় সিন্নি। আছাদ গাজী ফাউন্ডেশনের ম্যানেজার ফারুখ আহমদ চৌধুরী জানান, মরহুম সাদ গাজী এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের জীবন মান উন্নয়নে এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। যেখানে চালু আছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, সেলাই প্রশিক্ষন কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র ও স্বাস্থ্য সেবা কার্যক্রম।
মন্তব্য করুন