শ্রীমঙ্গলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
স্টাফ রিপোর্টার : “সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা’র আয়োজনে ৭৬তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ রোডস্থ অভিজাত হোটেল শ্রীমঙ্গল ইন’র কনফারেন্স হলরুমে শ্রীমঙ্গল উপজেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর সভাপতি মোঃ ফারুক খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সেলিম।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক মুহাম্মদ আনিসুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিন্দুরখান ইউপি চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, একরামুল মুসলিমীন এর সভাপতি মাওলানা এম এ রহিম নোমানী
শ্রীমঙ্গল উপজেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহেদ আহমেদ।
এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী, সমাজসেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীসহ মানবাধিকার কর্মী ও সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক মুহাম্মদ আনিসুল ইসলাম আশরাফী বলেন, আজ ৭৬তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস হলেও ইসলাম আমাদেরকে আরো পূর্বেই মানবাধিকার শিখিয়েছে। কিন্তু আমরা সেই মানবাধিকার কাজে লাগাইনি। আমাদেরকে ধৈর্য ধরার কথা শিক্ষা দিয়েছে। ধৈর্য ছাড়া মানবাধিকার পালনের কোন সুযোগ নেই। ধৈর্য ধরতে হবে এবং নিজের সৃষ্টিগত দিক খেয়াল করতে হবে। একসময় আমরা একটি অসহায় মানব সন্তান যখন ছিলাম যা ছিল পশুর বাচ্চার চেয়েও অপারগ, অথচ তখন আমাদেরকে মানবাধিকার দিয়ে বড় করা হয়েছে। কিন্তু আমরা বড় হয়ে যৌবনে এসে আমাদের পূর্বের কথাগুলো মাথায় রাখি না। কখনো কল্পনাও করি না যে আমরা কেমন ছিলাম এবং ভবিষ্যতে আমাদের কি হবে তাও জ্ঞানে ৭রাখি না এবং আমরা কোন ইতিহাস মনে রাখি না। আমরা জানি না যে মহান আল্লাহ সম্মান দান করেন এবং তা কেড়ে নেন, যা ওদের থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন ছিল। সুতরাং অতীত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা গোপনে ঘুষখোর, সুদখোর লাঠিয়ালদের হাতকে শক্তিশালী করি আর প্রকাশ্যে ন্যায়বিচার চাই! অথচ আমরা ২০ বছর থেকে ৬০ বছর পর্যন্ত নামাজ আদায় করি সেই নামাজে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমরা যেন সরল পথ প্রার্থনা করি, আমরা যেন অতীতের ভালো মানুষদের রাস্তায় চলি, আমরা যেন গোমরাহের পথে চলি না। কিন্তু কাজের বেলায় আমরা তা লালন করি না বরং উল্টোটা করি। এ সমাজ বিনির্মাণ করতে হলে আমাদেরকে আরো সচেতন এবং ইতিহাস পর্যালোচনা করে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
পরিশেষে শ্রীমঙ্গল উপজেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর সভাপতি মোঃ ফারুক হোসেন খাঁন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনার সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন