শ্রীমঙ্গলে সাশ্রয়ী মুল্যে উন্নতমানের কমিউনিটি সেন্টারের উদ্বোধন

March 8, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার ও পৌর এলাকার জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
৮ মার্চ সোমবার দুপুরে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমতি ও হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধুর সভাপতিত্বের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ।
পৌর মেয়র মহসীন মিয়া জানান, মহসিন অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারের অডিটরিয়াম অনেক আগে চালু হলেও কমিউনিটি সেন্টারটি এখন সম্পন্ন হয়। এটিতে এলাকার জনগণ সাশ্রয়ী মুল্যে তাদের বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে শহরে জলবদ্ধতা নিরসন প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে শহরে জলাবদ্ধতার ৯০ ভাগই কমে যাবে।
শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, সাড়ে ১০ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে ড্রেন ও ১৪ কোটি টাকা ব্যায়ে ৩ ধাপে তৈরী হয়েছে মহসিন অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com