শ্রীমঙ্গলে সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপির পূজা মন্ডপ পরিদর্শন

October 13, 2021,

স্টাফ রিপোর্টার॥ সনাতন ধর্মাবলম্বলীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মহাসপ্তমীতে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য এবং মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।
মঙ্গলবার ১২ অক্টোবর পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাহিলা আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি বেগম আনোয়ারা সোবহান, শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্তে চেয়ারম্যান মিতালি দত্ত, মৌলভীবাজার পৌরসভায় সংরক্ষিত আসন ৭, ৮ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ জিমি আক্তার, প্যানেল মেয়র-৩, সমাজকর্মী মোছাঃ তানিয়া আক্তার, মহিলা আওয়ামীলীগ এবং জেলা ছাত্রলীগের অন্যান্য সদস্যবৃন্দরা এবং মৌলভীবাজার জেলার বহুল প্রচারিত সামাজিক সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ আরো অনেকে।
তিনি বলেন, পরিদর্শনকালে তিনি বিভিন্ন মন্দিরের সংস্কারবিহীন সমস্যাগুলোর ব্যাপারে খেয়াল করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্ডপে অনুদান প্রদানসহ মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আগামীতেও থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com