শ্রীমঙ্গলে ২ ইউনিয়ন উপ নির্বাচনে নৌকা ও ধানের শীষের বিজয়

October 21, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১ নং মির্জাপুর ও ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে ১৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২নং ভূনবীর ইউনিয়নে আওয়ামীলীগ ও অন্যটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

১নং মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়াই করে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতিকে নির্বাচিত হয়েছেন মো. সুফি মিয়া। বিজয়ী সুফি মিয়ার প্রাপ্ত ভোট সংখ্যা ৪ হাজার ৯শ’ ৬১ এবং নিকটতম আওয়ামীলীগ প্রার্থী অপূর্ব চন্দ্র দেবের প্রাপ্ত ভোট সংখ্যা ৬ হাজার ৪শ’ ৬৬। আওয়ামীলীগ প্রার্থী অপূর্ব চন্দ্র দেবকে ৪শ’ ৯৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন বিজয়ী সুফি মিয়া।

২নং ভূনবীর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রশিদ নৌকা প্রতিকে ৬হাজার ৪শ’ ৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি স্বতন্ত্র প্রার্থী কাউসার আহমেদ অটোরিক্সা প্রতিকে ৩হাজার ১শ’ ৫৪ ভোট পেয়েছেন। রাত ৮টার দিকে উপজেলা রিটানিং অফিসার তপন জ্যোতি অসীম এ ফলাফল ঘোষনা করেন।

নির্বাচনে মির্জাপুর ইউনিয়নে ৬৬.১০ ও ভূনবীর ইউনিয়নে ৫৮.৮৪ ভাগ ভোট পড়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com