শ্রীমঙ্গলে ৩০০ শিক্ষার্থী’র মধ্যে মেধা মূল্যায়নী পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মডেল একাডেমী স্কুল এন্ড বিএম কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী’র মধ্যে মেধা মূল্যায়নী পুরস্কার বিতরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর বুধবার দুপুরে শহরের মুসলিমবাগ এলাকায় অবস্থিত মডেল একাডেমী উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়েজিত এক অনুষ্ঠানে উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে ৯টি করে ও ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি করে বেস্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরদিন্দু দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুইনগইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, সোসিয়েল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ইউপি সদস্য সীতারাম বিন প্রমুখ। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে বেস্ট এ্যাওয়ার্ড-২০১৮ এর ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন