শ্রীমঙ্গলে ৫ম চা নিলামে ৫৩টি বাগানের ২ লক্ষ ৬ হাজার কেজি পাতা নিলামে ৪ কোটি টাকার বিক্রী
June 22, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবছর ৫ম বারের মতো চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে দুই লক্ষ ৫ হাজার ৯৭২.১৫ কেজি চা পাতা বিক্রী হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা।
২২ জুন বুধবার শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এনিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৫টি ব্রোকারস হাউজ অংশ গ্রহন করে। অংশগ্রহনকারী প্রায় ৫৩টি বাগানের মধ্যে সিটি গ্রুপের সর্বোচ্চ চা পাতা নিলামে অংশ গ্রহন করে। চট্রগ্রামের কোনও ব্রোকার হাউজ আজ অংশ গ্রহন করেনি, তারা প্রতি দুই মাস অন্তর শ্রীমঙ্গলে নিলামে অংশ গ্রহন করে। ব্রোকার ও বায়াররা বলেন, নিলামের স্থানটি আরও উন্নত করা প্রয়োজন, তাতে করে বায়ার ও ব্রোকাররা স্বাচ্ছন্ধে নিলামে অংশ গ্রহন করতে পারবে।
মন্তব্য করুন