শ্রীমঙ্গলে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আলাউদ্দিন নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২৫ মার্চ মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।
গ্রেফতারকৃত আলাউদ্দিনের বিরুদ্ধে ২০০৯ সালের শ্রীমঙ্গল থানার একটি মামলায় পেনাল কোডের ৩২৬ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এছাড়াও আসামি আলাউদ্দিনের বিরুদ্ধে জিআর ১৪০/১১ এবং জিআর ১৫১/১৩ (ধারা ৩০২/২০১/৩৪) মামলায় আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু ছিল। গ্রেফতারকৃত আলাউদ্দিন দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। তিনি শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামের কাছুম আলীর ছেলে। শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন