শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

September 20, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির বলেছেন-১০ মহরম হজরত ইমাম হোসেন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর কারবালা প্রান্তওে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এ আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়।

প্রিন্সিপাল এহসান বিন মুজাহির আরও বলেন-পবিত্র আশুরা মুসলমানদের জন্য এক বেদনার দিন। এই দিনে কারবালার মরু প্রান্তরে বিশ্বনবী (সা:) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইনকে শাহাদাতের মাধ্যমে ইয়াজিদ বাহিনী বিশ্বের বুকে বর্বরতার এক কালো অধ্যায়ের সূচনা করে। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইমাম হোসেনের এই সুমহান ত্যাগ মুসলমানদের জন্য শিক্ষা স্বরূপ।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ‘আইডিয়াল ছাত্র সংসদের’ উদ্যোগে বৃহম্পতিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে আশুরার তাৎপর্য ও কারবালার শিক্ষা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল, আইডিয়াল ছাত্র সংসদের পৃষ্টপোষক মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, আইডিয়াল ছাত্র সংসদের প্রধান পৃষ্টপোষক এহসান বিন মুজাহির।

সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, আখিনূর মল্লিকা হোসেন।

সভাপতির বক্তব্যে মোঃ শামীম মিয়া বলেছেন-১০ মহরম আশুরার দিন মহান আল্লাহ তায়ালা পৃথিবী সৃষ্টি করেছেন এবং আবার এ দিন কেয়ামত হবে। এর বাইরে এ দিন হজরত ইব্রাহিম (আ.) নমরুদের অগ্নিকুন্ড থেকে রক্ষা পেয়েছেন, হজরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি লাভ করেন। এ রকম অসংখ্য ঘটনায় তাৎপর্যমন্ডিত দিনটি আশুরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com