শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল পৌর শহরে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আরো কয়েকজন নতুন শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে। শনিবার ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে লিখিত পরীক্ষা ও বেলা ২টায় মৌখিক পরীক্ষায় অংশ নেন নিয়োগ প্রার্থীরা।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির জানান-নিয়োগ প্রার্থীদের আবেদন গ্রহণের নির্ধারিত সময়ের মধ্যে মোট ২৪ জন প্রার্থী আবেদন জমা দেন। আজ প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ৬ষ্ট মৃত্যু বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল হোসেন ভাইয়ের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে।
এরপর যাছাই-বাছাই করে ১৯ জনকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। শনিবার সকালে লিখিত পরীক্ষায় তাঁরা অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মোট ৭ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হওয়া সাতজনকে দুপুরে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করে মৌখিক পরীক্ষা গ্রহণের পর চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে ৫ জন প্রার্থীকে। নিয়োগ কার্যক্রমে অংশ নেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি, সাংবাদিক ও শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ এবং স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্কুল পরিচালনা পর্ষদ ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। প্রসঙ্গত, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল মানসম্মত ও যুগপোযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রাথমিক শিক্ষা সমানী, জেএসসি এবং এইচ এসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাসসহ শতভাগ পাশ করে কৃতিত্বপূর্ণ ফলাফলে শ্রীমঙ্গল উপজেলায় কিন্ডারগার্টেন স্কুলগুলোর মধ্যে ফলাফলে শীর্ষে অবস্থান করে।
মন্তব্য করুন