শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ
June 16, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও স্কুলের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ১৬ জুন বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের হাতে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয় এবং স্কুলের প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল করা হয়।
প্রথম সেমিস্টার ও প্রাক ষান্মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং শিক্ষার্থীর হাতে ফলাফল কার্ড তুলে দেন স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
মন্তব্য করুন