শ্রীমঙ্গল আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌরসভার ময়লার ভাগার সরানোর দাবীতে মানববন্ধন

September 17, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গল আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌরসভার ময়লার ভাগার সরানোর দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন পালন করেছে এলাকাবাসীসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। ময়লা ভাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ময়লার ভাগার সরানোর দাবীতে আন্দোলনরত সংগঠনের আহবায়ক নুরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও সমাজকর্মী মো: তহিরুল ইসলামের মিলন এর সঞ্চালনায় মনববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ, আ,লীগ জেলা সাংগঠনিক সম্পাদক ও দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এর রহিম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের সভাপতি মো: বেলায়েত হোসেনসহ ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সামাজিত ও সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আগামী ২২ সেপ্টম্বরর পৌর সভার সামনে মানববন্ধনের ঘোষনা দেওয়া হয়। এবং এব্যাপারে আরো কঠোর গড়ে তোলার ঘোষনা দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com